দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে সোমবার (৮ জুন) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে রোববার অধিদপ্তর, ২ হাজার ৭৪৩ জনের শনাক্ত ও ৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল।
এদিকে প্রতিবেশী ভারতে ক্রমেই বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৯০ জন। এছাড়া সেখানে মারা গেছেন ৭ হাজার ২০৭ জন।