গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২১৪ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৬৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫১ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেগু রোগীর সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৭ হাজার ৫৭১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৫১৯ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৮৯ জন ডেগু রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৫টি হাসপাতালে ৭৫৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ২৩১ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৩ জন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান