গত প্রায় ৩০ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে চিনের। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জেরে এই ফল পেতে হয়েছে চিনকে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, এবছর সেপ্টেম্বর পর্যন্ত গত তিনমাসে চিনের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। আবার এই মেয়াদের মধ্যেই ৬. ১ শতাংশ বৃদ্ধির আশা করা হয়েছিল সরকারের তরফে।
চিন সরকার কর প্রক্রিয়ায় পরিবর্তন এনে অর্থনীতিকে ধরে রাখার চেষ্টা করার পরও মোট দেশের মোট উৎপাদনের হারে গতি শ্লথ হতে দেখা দিয়েছে।
চিন সরকারের বার্ষিক বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে, ৬ থেকে ৬.৫ শতাংশ। এবছর বৃদ্ধির হার ৬ শতাংশ হওয়ার মানে, তা সর্বনিম্নে অবস্থান করছে। আর ১৯৯২ সালের প্রথম প্রান্তিকের তুলনায়ও প্রবৃদ্ধির এই হার সর্বনিম্ন।
আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্বের দ্বীতিয় বৃহত্তম অর্থনীতির দেশ চিনের অর্থনীতিতে এ শ্লথগতি বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা আছে। তাই চিনের অর্থনীতির দিকটি নিবিড়ভাবে নজরে রেখেছে চিনের বিনিয়োগকারীরা।
আজকের বাজার/লুৎফর রহমান