গভীর রাতে ঢাবির হলে ছাত্রীদের বিক্ষোভ

সরকারি চাকিরর কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এবার গভীর রাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরা।

বুধবার (৪ জুলাই) রাত পৌনে ১১ টার দিকে প্রথমে বেগম রোকেয়া হলে বিক্ষোভ শুরু হয়। এর কিছু সময়ের মধ্যেই বিক্ষোভ শুরু করেন শামসুন্নাহার হলের মেয়েরা।

এসময় বিক্ষোভকারী ছাত্রীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রজ্ঞাপর দাবি করেন। এছাড়াও প্রশাসনের কাছে হামলা-মামলার জবাবও চায় তারা।

ছাত্রীদের স্লাগানের মধ্যে উল্লেখযোগ্য স্লাগানগুলো হলো-‘ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’; ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’; ‘আমার বোন লাঞ্ছিত কেন, প্রশাসন জবাব চাই’; ‘আমার ভাই রিমান্ডে কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা এবং নেতাকর্মীদের বিনা অপরাধে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে। একা কোনভাবেই মেনে নেওয়া যায়না। এটা গণতন্ত্রের পরিপন্থী। তাই আমরা প্রতিবাদে এ বিক্ষোভ করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণাকে ঘিরে গত ৩০ জুন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে শিক্ষার্থীরা।

প্রতিবাদে পরদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। এসব কর্মসূচিতেও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে কয়েকজনকে বেধড়ক মারধর করে। তাদের বাঁচাতে গিয়ে কয়েকজন ছাত্রীও নিপীড়নের শিকার হন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে।

রাসেল/