লুনা বলেন, আমাদের বনানীর বাসা 'সিলেট হাউজে' রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল এসে নিরাপত্তাকর্মীকে গেট খুলতে বলে। কিন্তু তা না খোলায় প্রায় দেড় ঘণ্টা তারা গেইটে দাঁড়িয়ে থেকে চলে যায়।
তবে পুলিশ বলছে, বিষয়টি তাদের জানা নেই। অবশ্য গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে চাননি।
বনানী থানার পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, 'বিষয়টি আমাদের জানা নেই।'
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
রাসেল/