গরমে অসুস্থ হয়ে ১১ কারাবন্দী হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়া ১১ বন্দীকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টায় কারা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে ওই অসুস্থ বন্দীদের হাসপাতালে নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোমিন জানান, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে ১১জন জ্ঞান হারিয়ে ফেলে এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার ফরহাদ সর্দার জানান, বেশ গরম পড়ায় কারাগারের ভেতর ১১জন বন্দী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ২৭৫ জন ধারণ ক্ষমতার এ কারাগারে বর্তমানে বন্দী রয়েছে ১২৪৩ জন।

আজকের বাজার/এমএইচ