তীব্র গরমে ছোট-বড় সবারই হাঁসফাঁস অবস্থা। সবারই চাই একটু আরামদায়ক পোশাক। এক্ষেত্রে সুতি কাপড়ের তুলনা হয় না। সুতি কাপড়ের তৈরি পোশাকে শরীর গরম এড়ানোর সুযোগ পায়। এ ছাড়া হালকা রঙের সুতি পোশাক রোদ ও তাপ থেকে বাঁচিয়ে শরীরকে স্বস্তি দেয়। গরমের কারণে আমাদের অনেকেরই চুলকানি, ঘামাচি, অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় বা শরীরে ফুসকুড়ি ওঠে। তাই এ সময়ে সুতি কাপড় পরাটাই শ্রেয়।
এই দিনগুলোতে চাই এমন কিছু পোশাক, যা এই গরমে কিছুটা হলেও স্বস্তি দেবে। আর এই উদ্দেশ্যে আপনি নিঃসন্দেহে বেছে নিতে পারেন সুতি কাপড়ের পোশাক।
এ ছাড়া যারা অতিরিক্ত মোটা অথবা অধিক গরমে কাজ করেন, তারা সুতি কাপড়ের তৈরি স্লিভলেস কামিজ ব্যবহার করতে পারেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা; যাদের প্রতিনিয়ত বাইরে যাওয়া-আসা করতে হয়, ক্লাস করতে হয়, তারা এই গরমে সুতির সালোয়ার-কামিজ এবং ফতুয়া ও জিন্স ব্যবহার করতে পারেন। আর যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা এই গরমে সুতির হালকা রঙের শাড়ি, টাঙ্গাইলের শাড়ি অথবা ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি বেছে নিতে পারেন।
উৎসব-আয়োজনে ঘরে কিংবা কর্মক্ষেত্রে এই হাউসের পোশাক ও অনুষঙ্গ বেশ আরামদায়ক ও মানানসই। প্রিন্ট ও এমব্রয়ডারিতে ওয়েদার ইফেক্ট, রিং কলড টেক্সচারস, অ্যাম্বার ও ডাইয়ের বিভিন্ন মোটিফকে প্রাধান্য দিন। সুতি, লিনেনসহ অন্যান্য বুননের পোশাক আপনার বসন্তযাপনকে করবে আরও আরামদায়ক ও আকর্ষণীয়।
নারীদের জন্য বিভিন্ন ডিজাইন ও কাপড়ের আকর্ষণীয় পোশাকের পাশাপাশি পেতে পারেন হ্যান্ডব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ। পুরুষের পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, নীল, সবুজ ও সাদার বিভিন্ন মিশ্রণকে। ক্যাজুয়্যাল শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ক্যাজুয়্যাল ট্রাউজার্স, ডেনিমস ও ভিন্ন ভিন্ন আমেজের পাঞ্জাবি ও ক্যাজুয়্যাল শার্ট পাওয়া যাচ্ছে লা রিভে। পরিবারের ছোটমণিদের জন্যও লা রিভ কিডস কর্নারে রয়েছে চমৎকার সব পোশাক। নবজাতক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য রয়েছে আরামদায়ক বিভিন্ন পোশাক। আর চার থেকে ১২ বছর বয়সীদের জন্য রয়েছে ফ্যাশনেবল ও আকর্ষণীয় পোশাক।
আজকের বাজার: আরআর/ ০৮ মে ২০১৭