ভিটামিনি ও অ্যান্টিঅক্সিডেন্টের বড় উৎস টমেটো। যা প্রতিদিনের খাবারের রেসিপি হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুধু তাই নয, এটা গরমে ত্বকের সৌন্দর্য রক্ষায় গুরুপূর্ন দায়িত্বও বহন করে থাকে। প্রতিদিন আমরা রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে নানাবিদ স্কীন সমস্যায় জড়িযে পরি। কিন্তু আমরা নিয়মিত টমেটো ব্যবহার করে ত্বকের দাগ দূর করে তারুন্য ধরে রাখতে পারি। চলুন তবে জেনে নেই ত্বকের যত্নে কিভাবে আমরা টমেটো ব্যবহার করবো।
টমেটোর সাথে কিছু উপদান মিশিয়ে ব্যবহারের নিয়ম:
টমেটো বেসন
ত্বক সুন্দর রাখার সব উপকরণই প্রায় আমাদের রান্না ঘরেই থাকে। অনেক সময় সারা বছরই অবহেলায় পাশেই একটি পাত্রে বেসন থাকে, আমরা জানি কিন্তু বেসন যে ত্বক পরিষ্কার করতে কতোটা কাজের, তারপরও করা হয়ে ওঠে না। অলসতা ছেড়ে এবার দুই চা চামচ বেসনের সঙ্গে অর্ধেকটা টমেটো চটকে নিন। ত্বকে মেখে ১০ মিনিট পরে একটু ঘষে ধুয়ে ফেলুন।
টমেটো অ্যালোভেরা
ত্বকের সজীবতা ফিরে পেতে ব্যবহার করুন টমেটো ও অ্যালোভেরার ফেসপ্যাক। প্রথমেই অর্ধেকটা টমেটো চটকে নিন এবার এক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তুলার বল দিয়ে মুখে-গলায় পুরো ত্বকে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
টমেটো-মধু
ত্বকের পিএইচ(pH) প্রাকৃতিকভাবে সঠিক মাত্রায় রাখতে জুড়ি নেই টমেটো ও মধুর। নিয়ম তো একই এ চা চামচ মধুর সঙ্গে অর্ধেকটা টমেটা নিয়ে নিন, ১০ মিনিট পর ধুয়ে নিন।
আজকের বাজার/ এমএইচ