সানি লিওন মানেই উষ্ণতা৷ সানি মানেই পুরুষের হৃদয়ে তুমুল স্পদন। কিন্তু এই সানি সবাইকে বলছেন, গরমে থাকুন একটু সচেতন৷ গরমে ভালো থাকার টিপসও দিচ্ছেন তাই!
সানির কথায়, গরমে হালকা ও সুতির পোশাককেই বেছে নিন৷ রং বাছুন সাদা, হলুদ, রাতের বেলায় চলতে পারে কালো কিংবা ধূসর রং৷
সানির নিজের পছন্দের রং সাদা৷ তাই গরমকালে সানি সাদাই বেশিমাত্রায় পরেন৷ সানি জানিয়েছেন, গরমের সময় অল্প মেকআপে থাকাটাই ভালো৷ দিনের বেলা যতটা পারবেন কম মেকআপ করুন৷ রাতে একটু বেশি চলতে পারে৷
সানি জানাচ্ছেন এই সময়ে প্রচুর পানি খান৷ মশালা জাতীয় খাবার থেকে একটু দূরেই থাকুন। গরম পড়েছে বলে জিম থেকে নিজেকে দূরে রাখবেন না কিন্তু৷ গরমে নিজেকে ফ্রেশ রাখতে এক্সারসাইজ কিন্তু মাস্ট৷ গরমে দরকার পড়লে গোসলের পরিমাণ বাড়িয়ে দিন।
এস/