গরুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে গরুবোঝাই ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সুলতানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা বিদেশ থেকে আসা স্বজনকে নিতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম বিমানবন্দরে যাচ্ছিলেন। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বলেন, ভোর ৪টার দিকে গরুবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।