রমজানে গর্ভাবস্থায় রোজা না রাখতে পারলে কখন রাখা উত্তম এবং ছোট দিন এলে তখন রাখতে পারা যাবে কি না এ ধরণের প্রশ্ন অনেকেরই মনে প্রশ্ন জাগে।
কোরআন ও হাদিসের আলোকে বলা যায় গর্ভবতী অবস্থায় রোজা রাখতে না পারলে বছরের যেকোনো দিন রোজা রাখা যাবে। দিন যখন ছোট হবে, তখনও রাখা যাবে।
আল্লাহ কোরআনে সুরা বাকারায় বলেছেন, কেউ যদি অসুস্থতার কারণে রোজা না রাখতে পারে, তাহলে সে অন্য যেকোনো দিনে রোজা রাখতে পারবে।
তবে, রাসুল (সা.)-এর পরামর্শ হচ্ছে, আরেকটি রমজান আসার আগে এ রোজা রাখতে হবে। এটাই ইসলামের রীতি। আরেক রমজান আপনি অতিক্রম করতে পারবেন না। আরেকটি রমজান আসার আগেই আপনাকে এ রোজা রেখে শেষ করতে হবে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান