পাবনার ঈশ্বরদী উপজেলার এক গৃহবধূ জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট নিয়ে রাজশাহীর খ্রিষ্টান মিশনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খানম জানান, ৩৮ বছর বয়সী ওই গৃহবধূ গত কয়েকদিন ধরে ধরে জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শুক্রবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখান থেকে শনিবার তাকে রাজশাহীর খ্রিষ্টান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
ওই গৃহবধূর বাড়ি উপজেলার বাবুপাড়া গ্রামে। এদিকে মৃত গৃহবধূর পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।