টানা দুমাস ধরে কাশি–সর্দি থামছিলো না বৃদ্ধের। শেষের দিকে কাশির সঙ্গে রক্ত পড়তে শুরু করলে চিকিৎসকের দ্বারস্থ হন ৬০ বছরের ওই বৃদ্ধ।
তারপরই ধরা পড়ে গলা এবং নাকের ভিতর জাঁকিয়ে বসে থাকা দুটি জোঁকের জন্যই ওই অবস্থা বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে চীনের ইউপিং কাউন্টি হাসপাতালে। চিকিৎসক রাও গুয়াংগং জানালেন, সর্দি–কাশির সঙ্গে নাক–মুখ দিয়ে রক্ত পড়তে থাকা বৃদ্ধের প্রাথমিক পরীক্ষায় কোনও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি।
তারপর ফুসফুস এবং শরীরের বায়ু নির্গমনের পথগুলির বিশেষ পরীক্ষা ব্রঙ্কোস্কোপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেখানেই দেখা যায় বৃদ্ধের ডান নাকের ফুটো এবং গলায় রয়েছে দুটি জীবন্ত জোঁক।
এরপরই অ্যানাস্থেশিয়া দিয়ে তাঁকে অজ্ঞান করে টুইজার দিয়ে জোঁক দুটি টেনে বের করেন চিকিৎসকরা। গত দুমাসে বৃদ্ধের শরীরের ভিতর বসে রক্ত পান করে তারা বেশ মোটাসোটা হয়ে গিয়েছিল।
গুয়াংগং আরও জানালেন, মাস দুয়েক আগে পাহাড়ি ঝর্না থেকে জল পানের সময়ই ওই জোঁক দুটি বৃদ্ধের নাকে ঢুকে গিয়েছিল। তারপর একটি আরও ভিতরে ঢুকে তাঁর গলায় চলে গিয়েছিল।
আজকের বাজার/লুৎফর রহমান