মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গলায় কৈ মাছ আটকে গিয়ে সোহান (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ওই শিশুটি মাছ নিয়ে খেলা করার সময় একটি কৈ মাছ গিলে ফেলে এতে অল্প সময়ের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
রোববার (১৫ এপ্রিল) উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোহান বাবা-মার সঙ্গে সিংপাড়ায় নানাবাড়িতে বেড়াতে যায়। সোহানের নানা ইদুফকির বাজার থেকে কৈ মাছ কিনে আনেন। এ সময় সবার অজান্তে কৈ মাছগুলো নিয়ে খেলতে গিয়ে একটি মাছ মুখে ঢুকিয়ে ফেলে সোহান। মাছটি জীবিত থাকায় নড়াচড়া করতে করতে ভেতরেও চলে যায়।
পরবর্তীতে সিয়ামের চিৎকারে বাড়ির মানুষ এগিয়ে এলে দেখতে পান তার গলার ভেতর কৈ মাছ আটকে আছে এবং সোহানের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। দ্রুত সোহানকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই নূরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আজকের বাজার/ এমএইচ