নাটোরের গুরুদাসপুরে সাথী খাতুন (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ জুন) সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে ওই ঘটনা ঘটে। সে একই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে শোয়ার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। এ সময় বাড়িতে কেউ ছিল না। কি কারণে সে আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে। সে মানসিকভাবে ভারসাম্যহীন বলে পরিবারের দাবি।
পুলিশ জানায়, পরিবারের লোকজন উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল যা অস্বাভাবিক।
ওসি সেলিম রেজা জানান, ইউডি মামলা নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরএম/