যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতে প্রথমবারের মতো বিনোদন হিসেবে গাঁজা সেবনের বৈধতা দেওয়া হয়েছে। ২১ বছরের উর্ধ্বে প্রাপ্ত বয়স্ক যেকেউ দৈনিক ২৮ গ্রাম গাঁজা কিনতে পারবে এবং চাইলে বাড়িতে ৬টা গাছও লাগাতে পারবে। খবর বিবিসি।
এদিকে বিরোধীরা বলছে, নতুন এ আইনের ফলে অনেকেই মাদকে প্রভাবিত হবে এবং তরুণরা এতে বেশি উৎসাহী হবে।
কিন্ত আগামী কয়েক বছরে এ খাতটিকে ১০ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প হিসেবে দেখছে ব্যবসায়ীরা।
১৯৯৬ সালে রাজ্যটিতে গাঁজা ঔষধ হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বর্তমানে সেখানে বাৎসরিক ৫ দশমিক ১ বিলিয়ন ডলারের গাঁজার অবৈধ ব্যবসা হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রে কলারাডো, ওয়াশিংটন, ওরিগন, আলাস্কা, নেভাডা ও ক্যালিফোর্নিয়া এ ৬টি রাজ্যে বৈধভাবে গাঁজা কেনা যাচ্ছে। তা স্বত্ত্বেও দেশটির ফেডারেল সরকার এখনো হিরোইন এবং কোকেনের মতো গাঁজাকেও নিষিদ্ধ দ্রব্য হিসেবে বিবেচনা করছে।
আজকের বাজার: আরআর/ ০২ জানুয়ারি ২০১৮