শখ করে নেশা করে অনেকেই। কিন্তু ভাবুন তো, যদি নেশা করাই চাকরি হয় তবে কেমন হয়?
অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতো বিষয় হলেও সত্যি। কেবল গাঁজার গন্ধ শুঁকে দেখার জন্য সম্প্রতি আমেরিকান ম্যারিজুয়ানা নামে একটি প্রতিষ্ঠান লোক খুঁজছে। যার কাজ হবে গাঁজা সেবন ও গাঁজার তৈরি ভাং পান করে এর গুণগতমাণ যাচাই করা।
সম্প্রতি নিউজউইক নামে যুক্তরাষ্ট্রের একটি সাপ্তাহিকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
অভিনব এই চাকরি প্রসঙ্গে কোম্পানির প্রতিষ্ঠাতা ব্ল্যাক বলেছেন, “প্রতিষ্ঠানটি যেসব পণ্য বাজারে আসবে তার সবকিছু পরীক্ষা করতে হবে প্রতিদিন। এজন্য প্রতি মাসে ২৬ লাখ টাকার বেশি বেতন এবং উপহার দেওয়া হবে।”
তবে এই চাকরি পেতে গেলে আবেদনকারী ব্যক্তির বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র কিংবা কানাডার বাসিন্দা হতে হবে চাকরি প্রত্যাশীকে। পাশাপাশি গাঁজা সম্পর্কে এতোটা উৎসাহ কেন, আবেদনপত্রের সঙ্গে সেটাও লিখে জানাতে হবে।
আজকের বাজার/এমএইচ