গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানে আটক ১

গাইবান্ধার সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় জঙ্গি ও নৌ-ডাকাত গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ অভিযানে চরাঞ্চল থেকে শুকুর আলী নামে এক ডাকাতকে আটক করা হয়ছে। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার (বি. সার্কেল) মইনুল হক।

৫ জুলাই বুধবার সকাল ৮টার দিকে তাকে চরাঞ্চল থেকে আটক করা হয়। এ দিন ভোর থেকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চরাঞ্চলের কিছু এলাকায় জঙ্গি তৎপরতা ও আস্তানার খোঁজে অভিযান চালানো হচ্ছে। এছাড়া এসব এলাকায় নৌ-ডাকাত গ্রেফতারেও অভিযান চলছে। অভিযানে এক ডাকাতকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে চরাঞ্চলের কিছু এলাকা ব্লক রেইড (নিরদিষ্ট এলাকা চিহ্নিত) করা হয়েছে। এসব এলাকা ঘিরেই অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাইবান্ধার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক দফায় অভিযান চালায়। কিন্তু অভিযানে পরিত্যক্ত দু-তিনটি দেশীয় অস্ত্র ছাড়া উল্লেখযোগ্য কিছু উদ্ধার কিংবা জঙ্গিসহ কোন নৌ-ডাকাতকে গ্রেফতার করতে পারেনি।

আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭