গাইবান্ধায় আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছে।এ ঘটনায় সৌরভ নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে, পৌরপার্কের সামনে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য জানান, পৌরপার্ক এলাকায় দায়িত্ব পালন করার সময় সিএসআই আবু সাঈদের নির্দেশে দুইজন পুলিশ সদস্য পান ব্যবসায়ী সৌরভকে আটক করতে যায়। এসময় পুলিশ ও সৌরভের মাঝে হাতাহাতি হয়।
এক পর্যায়ে, সৌরভ তার হাতে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/আরজেড