কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবি এবং সবার জন্য কাজ ও খাবার নিশ্চিত করণের লক্ষে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল ১৩ মার্চ বুধবার দুপুরে গাইবান্ধা শহরের রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে সব হাতে কাজ চাই, সব মুখে ভাই চাই ও সরকারী খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়াসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শিত করা হয়। মিছিলে বাম দলগুলোর কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে পৌর পার্কের শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
/এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা