বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
গাইবান্ধায় ছেলেকে পুলিশে দিলেন বাবা
প্রকাশিত - এপ্রিল ২৮, ২০১৮ ৩:১৮ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। এই ঘটনায় সেই ছেলেকে আজ শনিবার ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই ছেলের নাম মামুন (২৩)। তিনি স্থানীয় আমবাড়ী গ্রামের বাসিন্দা আ. মান্নান মিয়ার ছেলে।
জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত হয়ে পড়েন। অনেক চেষ্টার পরেও বাবা-মা তাকে মাদকাসক্ত থেকে সরিয়ে আনতে পারেননি। একপর্যায় অতিষ্ঠ হয়ে বাবা তার ছেলেকে থানা পুলিশে সোপর্দ করে।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শুনানি শেষে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আজকের বাজার/একেএ/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.