গাইবান্ধার সাদুল্যাপুরে মেয়ের জামাতার ছুরিকাঘাতে খুন হয়েছেন শাশুড়ি।
বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত খায়রুন্নেছা (৫৫) ওই গ্রামের মৃত আ. ছামাদ মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে কামরুল ইসলাম জানান, ১২ বছর আগে তার বোন শাহানা আকতারের সঙ্গে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের আ. জলিল মিয়ার ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে বছরখানেক আগে শাহানাকে তালাক দেন সাইফুল। এর পর সাইফুল তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবারও বিয়ে করার জন্য চেষ্টা চালান। তবে এ বিষয়ে রাজী নয় শাহানা ও তার মা-ভাই। ঘটনার রাতে সাইফুল শ্বশুরবাড়িতে এসে কৌশলে শাশুড়িকে ঘর থেকে ডেকে বের করে। পরে বাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। এ সময় খারুন্নেছার চিৎকারে আশপাশের লোকজন এসে খায়রুন্নেছাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদুল্যাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, বৃহস্পতিবার নিহতের লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা করা হয়েছে বলেও জানিয়েছে তিনি।
আজকের বাজার/আরজেড