গাইবান্ধায় ট্রাক উল্টে নিহত ৬

বাসের চাকা ফেটে ৩ জন নিহতের রেশ কাটতে না কাটতেই গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আরেকটি বড় ধরণের দুর্ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার পরে উপজেলার জুনদহ নামক এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জমিতে উল্টে গেলে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বগুড়ার দিক থেকে একটি রডবোঝাই ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটির উপরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পলাশবাড়ি উপজেলার জুনদহ নামক এলাকায় আসার পর যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি নিচু জমিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত হন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

আজকেরবাজার/এস/এসকে