গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
বৃহস্পতিবার (১৪ জুন) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে ওই এলাকার একটি চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী মায়ের আচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থালেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ২০ জন।
আজকের বাজার/একেএ