গাইবান্ধায় দুইটি স্কুলে আগুন লেগে আসবাবপত্র, নগদ অর্থ ও মূল্যবান কাগজসহ বিভিন্ন জিনিস পুড়ে গেছে। বুধবার ভোরে সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে সোমবার রাতে তছলিম উদ্দিন বিদ্যা নিকেতন ও বকশিগঞ্জ আইডিয়াল নিম্ন বিদ্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বিদ্যালয়ে থাকা বিভিন্ন প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়।
এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরএম/