গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ধানক্ষেত থেকে জীবিত নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত ১৬ এপ্রিল মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউনবাজার এলাকার একটি ধানক্ষেত জীবিত ছেলে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউনবাজার এলাকার একটি ধানক্ষেতে নবজাতকটিকে দেখে পুলিশকে সংবাদ দেন এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। গাইবান্ধা সদর হাসপাতালের আরএমও শাহীনুল ইসলাম বলেন উদ্ধার হওয়া নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ্য আছে।
/গাইবান্ধা/এস,এম শাহাদৎ হোসাইন