গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম রানী (৭)। রানী উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা ক্রোড়গাছা গ্রামের আলমগীরের মেয়ে।
বুধবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের এ্কটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
জানা যায়, গত মঙ্গলবার বেলা ৩টার দিকে হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় রানী।
আজকের বাজার/একেএ