গাইবান্ধার সাঘাটা উপজেলায় নির্মাণাধীন ফটক ভেঙে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (৬জুলাই) সকালে উপজেলার উত্তর-উল্লা গ্রামে আব্দুস সামাদ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, নিহত হাকিম মিয়া (২৮) সামাদ মিয়ার ছেলে।
ভরতখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আজাদ জানান, হাকিম তাদের বাড়ির নির্মাণাধীন ফটকের ছাদ থেকে কাঠ সরাচ্ছিলেন। এ সময় ছাদটি ধসে পড়লে সেখানে চাপা পড়ে হাকিম মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এসএম/