প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৌঁছেছেন। বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ধানের বীজ বিতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রী সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২৬ আগস্ট শনিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার গোবিন্দগঞ্জের বোয়ালীয়ায় অবতরণ করে। সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী গাড়িতে করে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যান।
ত্রাণ ও বীজ বিতরণ করার পর দলীয় নেতাকর্মী, সুধী মহল, ত্রাণ ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। মতবিনিময় শেষে পরিষদ চত্বরেই প্রধানমন্ত্রী দুপুরে খাবার ও নামাজ আদায় করবেন।
দুপুরে প্রধানমন্ত্রী বোয়ালীয়া হেলিপ্যাড থেকে হেলিকাপ্টারে করে বগুড়ার সারিয়াকান্দিতে যাবেন। প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সব ধরনর প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক গৌতম চন্দ্ পাল।
আজকের বাজার: এমএম/ ২৬ আগস্ট ২০১৭