গাইবান্ধার সাদুল্যাপুরে বজ্রপাতে মা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (০১ জুলাই) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এই গ্রামের সবুজের স্ত্রী রাশেদা বেগম (৩৫), ছেলে আশিফ ওরফে জয় (১৪) ও ভাগ্নে কামাল হোসেনের ছেলে সিয়াম বাবু (১১)।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজানুল ইসলাম বাবু জানান, দুপুরে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় দক্ষিণ সন্তোলা গ্রামের সবুজ মিয়ার নির্মাণাধীন বাড়ির একটি ঘরে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন বলেন, ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। নিহতদের প্রত্যেককে ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ