গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।
রোববার (৮ জুলাই) ভোরে উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ছামছুল হক (৩৮)। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামি। তিনি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামের নওশিন আলীর ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার জানান, গাইবান্ধা সদর ও সাদুল্যাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শনিবার ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে ছামছুল হককে গ্রেফতার করা হয়। ছামছুল হকের দেয়া তথ্য মতে অস্ত্র উদ্ধার ও তার অন্য সঙ্গীদের ধরতে পুলিশ আজ ভোরে তাকে নিয়ে তার নিজ গ্রামে অভিযানে যাওয়া যায়।
এ সময় ছামছুলকে ছিনিয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছামছুল হক গুলিবিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে সদর, সাদুল্যাপুর ও পলাশবাড়ী থানাসহ বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকাতি করে আসছিল।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ