গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২০) ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার গোবিন্দগঞ্জের পৌর এলাকার শিববাড়ি এলাকায় এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- গোবিন্দগঞ্জ পৌর এলাকার চাষক পাড়া মহল্লার আনারুল মিয়ার ছেলে সাহাদত হোসেন, ফুলাবাগি নাচাই কোচাই গ্রামের আব্দুর রহমানের ছেলে জহুরুল সরকার, পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া এবং থানাপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জাহিদ হোসেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভুক্তভোগী ওই তরুণীর সাথে সাহাদতের মোবাইলে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে বুধবার ওই তরুণীকে গোবিন্দগঞ্জে ডেকে আনা হয় ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রাম থেকে। এরপর গোবিন্দগঞ্জ পৌর এলাকার শিববাড়ির একটি বাড়িতে দুদিন আটকে রেখে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তার প্রেমিক সাহাদত এবং তার বন্ধুরা।
পরে শুক্রবার রাতে মেয়েটি সেখান থেকে কৌশলে পালিয়ে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ।
তবে একই অভিযোগে পলাতক রয়েছে চাষক পাড়ার পটু মিয়ার ছেলে আনারুল ও শিববাড়ি গ্রামের শুনিলের ছেলে নবানুসহ অজ্ঞাত কয়েকজন।
অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।