গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট বাজারের মহিলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে।
এতে কনফেকশনারি, ইলেকট্রনিক্সসহ ১২টি দোকানের ১৫ লাখ টাকার বেশি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আজকের বাজার/একেএ