গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলায় নাদের এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস উল্টে আব্দুল মালেক রকি (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া নারী ও শিশুসহ আহত হয়েছেন ৩ জন।
নিহত রকি নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের শেরে বাংলা সড়ক গালাহাট সিনেমা হল এলাকার সোলায়মান আলীর ছেলে।
রোববার (২৪) রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নাদের এন্টারপ্রাইজের বাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে চালক ঘুমাচ্ছিলেন। ঘুমের কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
রাসেল/