গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ১৬

গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

শনিবার (২৩ জুন) ভোরে পলাশবাড়ির ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বাসটি রংপুর যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে নিহত হন অন্তত ১৬ জন।

এর মধ্যে ঘটনাস্থলে মারা যান ৮জন এবং হাসপাতালে মারা যান আট জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এখনো উদ্ধারকাজ চলছে।

আরজেড/রাজ