গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে জমিতে কীটনাশক দেয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে শুক্রবার কলেজছাত্র উৎপল কুমার (১৮) ও তার মা সাধনা রানীর (৪৫) মৃত্যু হয়েছে। তাদের পরিবারের বরাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদ রানা জানান, কলেজছাত্র উৎপল শুক্রবার বিকালে প্রতিবেশী মনি মিয়ার জমিতে কীটনাশক প্রয়োগের করার সময় অসাবধানতাবশত পাশের ইটভাটার অবৈধ বিদ্যুৎ সংযোগের পড়ে থাকা তারের সাথে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় রাত সাড়ে ৯টার দিকে মা সাধনা রানী তার ছেলেকে খুঁজতে গিয়ে দেখেন সে জমিতে পড়ে আছে। এসময় ছেলেকে উদ্ধার করতে গেলে মা নিজেও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ইটভাটা মালিক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার সময় খবর পেয়ে গভীর রাতে সাদুল্যাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার