গাইবান্ধার সাদুল্লাপুর নাগবাড়ি বাজারে সড়কের পাশ থেকে সোমবার ভোরে এক ভিক্ষুকের(৩৫)ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুদ রানা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় ছেড়া কাপড় পরে ভিক্ষে করতেন। লোকজন তাকে পাগল বলে জানতেন। সোমবার ভোরে ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশের ধারণা গভীর রাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান