গাইবান্ধায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার

Gaibandha

গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্যান চালক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জুলাই) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সুইচ গেট শিশুদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম বকুল মিয়া। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর (চককাঠাল) গ্রামের নবী উল্লাহর ছেলে।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, রোববার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আসা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ