গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় রিকশাভ্যানের যাত্রী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাভ্যানের যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৭ জুন) রাত সাড়ে আটটার দিকে সড়কের এনায়েতপুর বাজারের পূর্বপাশের নেদু মহুরীর বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাদা মিয়া (৫০)। নিহত সাদা মিয়া উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত নজিবুল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাতে এনায়েতপুর বাজার থেকে প্রয়োজনীয় কাজ সেরে রিকশাভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ওই রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলেন। পথে তিনি মারা যান।

সাদুল্লাপুর ওসি বোরহান উদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ নিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।

আজকের বাজার/একেএ