গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি জামাল গ্রামে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ঠসা ছালাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ আগস্ট) ভোরের দিকে ওই গ্রামের ইছলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুস ছালাম ওই গ্রামের মৃত সফু করাতি ওরফে সবুর আলীর ছেলে।
র্যাবের দাবি, ঠসা ছালাম এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে।
র্যাব-১৩ কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান জানান, র্যাব-১৩ এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ইছলা ব্রিজ সংলগ্ন পরিত্যক্ত একটি বাড়িতে মাদক ব্যবসায়ী ও মাদক চক্রকে গ্রেফতারের উদ্দেশ্যে ঘিরে ফেললে মাদক ব্যবসায়ীরা টের পেয়ে র্যাবকে গুলি করে। র্যাবও পাল্টা গুলি করলে ঠসা ছালাম গুলিবিদ্ধ হয়।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের ২ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আজকের বাজার/একেএ