গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে ৩জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ি এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু, জাকির ও খসরু। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, গাইবান্ধাগামী একটি ভটভটির সাথে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির ৩ জন যাত্রী মারা যায় এবং ১০ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি জানান, এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক।
আজকেরবাজার/এসকে