গাইবান্ধায় গাছের সাথে ধাক্কা খেলে বাস উল্টে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
শুক্রবার (১০ আগস্ট) সকালে সাদুল্লাপুর উপজেলার পালংপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল বাশার জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। শুক্রবার সকাল ৭টার দিকে হঠাৎ বাসটি গাছের সাথে সজোরে ধাক্কা খেলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ