গাইবান্ধা, জেলার চার উপজেলার ২১ হাজার ৩০২ বন্যা দুর্গত পরিবারের মাঝে বিস্কুট বিতরণ করেছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।
জেলার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বন্যার্তদের মধ্যে বিস্কুট বিতরণের এই কার্যক্রম চলছে।
গাইবান্ধা জেলার বন্যা দুর্গতদের জরুরি খাবার বিতরণের আওতায় জিইউ-কে তার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বন্যা কবলিত এলাকার বন্যার্তদের মাঝে এনার্জি ফরটিফাইট বিস্কুট বিতরণ করছে।
মঙ্গলবার বিকেলে জেলার সাঘাটা উপজেলার বন্যা দুর্গতদের মাঝে বিস্কুট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড. মো. ফজলে রাব্বি মিয়া। সদর উপজেলায় বিস্কুট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মতিন।
বন্যা দুর্গত প্রতি পরিবারকে পৌনে ৪ কেজি করে বিস্কুট দেয়া হয়।
জিইউকে’র প্রধান নির্বাহী আব্দুস সালাম জানান, বন্যা দুর্গত এলাকার সুন্দরগঞ্জ উপজেলার ৩ হাজার ৫৯৮টি পরিবার, সদর উপজেলার ৪ হাজার ৯২২ পরিবার, ফুলছড়ির ৪ হাজার ৩৮টি পরিবার ও সাঘাটা উপজেলার ৭ হাজার ৭৩৩টি পরিবার।
আজকের বাজার/লুৎফর রহমান