গাইবান্ধায় ৩টিতে আ’লীগ ও ২টিতে বিদ্রোহী প্রার্থী চেয়াম্যান নির্বাচিত

gaibandha

গাইবান্ধার ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ২টিতে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা পরিষদ চেয়াম্যান পদে নির্বাচিত হয়েছে। গত ১৮ মার্চ সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গাইবান্ধা সদর উপজেলায় বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ সারোয়ার কবির (ঘোড়া প্রতীক) ৩৯ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী পিয়ারুল ইসলাম (নৌকা প্রতীক) ২৯ হাজার ৫০৬ ভোট পেয়েছেন।

সাঘাটা উপজেলায় বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জাহাঙ্গীর কবীর (ঘোড়া প্রতীক) ৪৫ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সামশীল আরেফিন (নৌকা প্রতীক) ৪০ হাজার ৭৯৯ ভোট পেয়েছেন।

পলাশবাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (নৌকা প্রতীক) ৫৬ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মমতাজ উদ্দিন (লাঙ্গল প্রতীক) ১০ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।

সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহরিয়া খান বিপ্লব (নৌকা প্রতীক) ৩২ হাজার ৭৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু সাদাত শাহ মোঃ ফজলুল হক রানা (মোটরসাইকেল প্রতীক) ৩০ হাজার ৫৬০ ভোট পেয়েছেন।

ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জিএম সেলিম পারভেজ (নৌকা প্রতীক) ৩৪ হাজার ৮০৬ ভোট পেয়ে বেসরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু সাঈদ (মোটরসাইকেল প্রতীক) ১৩ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন।

এস,এম শাহাদৎ হোসাইন/গাইবান্ধ/