আটককৃতরা হলেন - গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকার খায়রুল এনামের ছেলে সিরাজুল ইসলাম ওরফে লিখন (৪০), পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গি গ্রামের রুহুল আমিনের ছেলে নাজমুল সরকার (২২) ও তার সহযোগী সাদুল্লাপুর উপজেলার পাইকা এলাকার আকবর আলীর ছেলে নাজমুল প্রামানিক (২০)।
ওসি বলেন, 'গাইবান্ধা শহরের ডিবি রোডে নর্থ বেঙ্গল হোটেলের সামনে বিক্রির সময় ৫৫০টি ইয়াবাসহ ও ৪৫ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা লিখনকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাতের বেলা পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা ব্রিজের পাশ থেকে অপর মাদক বিক্রেতা নাজমুল সরকার ও তার সহযোগী নাজমুল প্রামানিককে ৩৫০টি ইয়াবা ও ৫০ পুরিয়া (মোট ২৫ গ্রাম) হেরোইনসহ আটক করা হয়।'
তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর ও পলাশবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।
রাসেল/