গাইবান্ধা-১ আসনকে জাতীয় পার্টির ঘাঁটি উল্লেখ করে দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,সুন্দরগঞ্জের এই আসনটি ছিল জাতীয় পার্টির।অন্যায়ভাবে আসনটি ছিনিয়ে নেয়া হয়েছে। যার কারণে একটি সংসদীয় আসনে এক বছরের ব্যবধানে দুইটি উপনির্বাচন হতে যাচ্ছে। যা দেশের মধ্যে একটি বিরল ঘটনা। আল্লাহ এই আসনটি জাতীয় পার্টির জন্য মনোনীত করে দিয়েছেন।
সোমবার ৮ জানুয়ারি বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
এ সময় এরশাদ এই আসনে তার দলের প্রার্থী হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সবার সামনে হাত উঁচু করে পরিচিত করিয়ে দেন।
গাইবান্ধা-১ আসনটি দেশব্যাপী আলোচনায় আসে এক স্কুলছাত্রকে সরকার দলীয় সাবেক সাংসদ মনজুরুল ইসলাম লিটনের গুলি করার ঘটনায়। এই ঘটনায় এমপি লিটনকে কারাগারেও যেতে হয়। ২০১৬ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে গুলিতে নিহত হন এমপি লিটন। তার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২২ মার্চ। সেই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফার কাছে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন জাপা প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
উপনির্বাচনে জেতা সাংসদ গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মারা যান। শূন্য হওয়া সেই আসনে উপনির্বাচনের জন্য আগামী ১৩ মার্চ দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।
জনসভায় এরশাদ বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন গোটা দেশের মধ্যে একটি রোল মডেল। রংপুরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দরগঞ্জে নির্বাচন করতে হবে। সুন্দরগঞ্জের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে এমপি বানাতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শুধু লাঙ্গলে ভোট দিলে হবে না। ভোট দেয়ার পর কেন্দ্রে কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থেকে বিজয়ের ফলকে রক্ষা করতে হবে।’
জনগণের উদ্দেশ্যে এরশাদ বলেন, ‘আপনাদের সুন্দরগঞ্জ উপজেলায় দুটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছি। সুন্দরগঞ্জ আসনটি লাঙ্গলের ঘাঁটি। সেই ঘাঁটি রক্ষা করার দায়িত্ব আপনাদের। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে ভোট দিয়ে নির্বাচিত করলে সুন্দরগঞ্জবাসীর দারুণ উপকার হবে।’ জাতীয় পার্টি সরকার গঠন করলে ব্যারিস্টার শামীমকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দেন এরশাদ।
এরশাদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেনন, ‘গত নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে আসন্ন উপনির্বাচনে কাজ করবেন। লাঙ্গলের এই ঘাঁটিকে পুনরায় লাঙ্গলের করবেন।’
আওয়ামী লীগ-বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, ‘মানুষ খুন, চাঁদাবাজি করে দেশ শাসন করা যায় না। মানুষকে ভালোবেসে এবং দেশের উন্নয়ন করে দেশ শাসন করতে হয়। বিএনপি ও আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না।দেশের মানুষ সরকার পরিবর্তন চায়।’
জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে সহযোগিতা না করতো তাহলে কোনোদিনও সরকার গঠন করতে পারতো না।’ তাই জাতীয় পার্টিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টির ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে জাপা আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন হাওলাদার।
এর আগে দুপুর আড়াইটায় হেলিকপ্টারে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন এরশাদ ও তার সফরসঙ্গীরা। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সুন্দরগঞ্জের ইউএনও এসএম গোলাম কিবরিয়া ও জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। পরে একটি চৌকস প্যারেড দল এরশাদকে গার্ড অব অনার দেয়। এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, রংপুরের নবনির্বাচিত মেয়র ও ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসির, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মাওলানা আবুল হোসেন, সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।
আজকের বাজার:এলকে/ ৮ জানুয়ারি ২০১৮