গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার সকালে গাইবান্ধা রিটানিং অফিসারের কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
আগামী ২১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে প্রার্থী মঞ্জুরুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাকী চার প্রার্থীর মধ্যে আজ প্রতিক বরাদ দেয়া হয়।
এর মধ্যে উম্মে কুলছুম স্মৃতি (নৌকা), ডা: ময়নুল হাসান সাদিক (ধানের শীষ), ময়নুর রাব্বি (লাঙ্গল) এবং জাসদ প্রার্থী খাদেমুল ইসলাম খুদি (মশাল) মার্কা পেয়েছেন। গাইবান্ধার উপনির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটানিং অফিসার মাহবুবুর রহমান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান