গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার বিজয়ী হয়েছেন।
তিনি ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী (এ) দিলারা খন্দকার পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট।
রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
বেসরকারি তথ্যে জানা গেছে, মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩০৪। এরমধ্যে বৈধ ভোট ১ লাখ ৫৮ হাজার ৭৭০ এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৫৩৪। ভোট কাস্ট হয়েছে শতকরা ৩৯.১৭ ভাগ।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যু হলে এ আসনের ভোট স্থগিত করা হয়। পরে পুন:তফসিল অনুযায়ী ২৭ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ