ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আইন অনুযায়ী, একাদশ সংসদীয় নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত করা হবে। এ বিষয়ে ওই আসনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মৃত্যু সনদপত্রসহ কমিশনকে অবহিত করবেন। পরে নির্বাচন কমিশনাররা এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’
তিনি আরও বলেন, ‘গাইবান্ধা-৩ আসনে ভোটের নতুন তারিখ পুনঃনির্ধারণ করার পর ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, আসন্ন একাদশ সংসদীয় নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী বৃহস্পতিবার ভোর রাতে মারা যান। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ