একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ী) আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি খুব কম।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০ প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত রয়েছে।
৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যু হলে এ আসনের ভোট স্থগিত করা হয়।
আসনটিতে ১৩২টি কেন্দ্র এবং মোট ৪ লাখ ১১ হাজার ৮৫৯ জন ভোটার রয়েছেন।
নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী, জাসদের খাদেমুল ইসলাম খুদী, জাতীয় পার্টির দিলারা জামান শিল্পী, স্বতন্ত্র প্রার্থী আবু জাহেদ ডিউক ও এনপিপির মিজানুর রহমন তিতু।
আজকের বাজার/এমএইচ